স্টেইটে গত কয়েক সপ্তাহে এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তিন দায়িত্বরত সদস্য হত্যার শিকার হয়েছেন।
সবশেষ শনিবারের এই ঘটনায় নিহত হয়েছেন সেইন্ট ক্রোইক্স কাউন্টি ডেপুটি কেইটি লেইসিং।
স্টেইট ডিপার্টমেন্ট অফ জাস্টিস রোববার ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটি জানিয়েছে, ঘটনার সময় গ্লেনউডে দায়িত্বে ছিলেন লেইসিং। সেখানে রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন জেরেমিয়া জনসন নামে এক ব্যক্তি।
তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে সন্দেহ হওয়ায় গাড়ির পথরোধ করেন লেইসিং। তাকে ফিল্ড সোব্রিয়েটি টেস্ট- এফএসটি করতে হবে বলে জানান। তা না মেনে জনসন হ্যান্ডগান বের করে লেইসিংকে গুলি করে গাড়ি চালিয়ে পাশের একটি মাঠের দিকে পালিয়ে যান।
স্টেইট ডিপার্টমেন্ট অফ জাস্টিস বিবৃতিতে বলেছে, ‘গুলিবিদ্ধ হওয়ার পরও লেইসিং নিজের অস্ত্র বের করে তিনবার গুলি করেন। তবে ততক্ষণে জনসন পালিয়ে যান। আরেক গাড়ির লোকজন নেমে লেইসিংকে বাঁচাতে চেষ্টা করেন। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঘটনাটি লেইসিংয়ের বডি ক্যামেরা রেকর্ড হয়েছে।
তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, এর এক ঘণ্টা পর ঘটনাস্থলে থাকা এক অফিসার গুলির শব্দ পেয়ে পাশের মাঠে গিয়ে দেখেন, জনসন মাটিতে মৃত অবস্থায় পড়ে আছেন।
ধারণা করা হচ্ছে, নিজ অস্ত্রে আত্মহত্যা করেছেন তিনি।
উইসকনসিনের ক্যামেরনের পুলিশ অফিসার হান্টার স্চেল ও চেটেকের এমিলি ব্রেইডেনব্যান্চ গত এপ্রিলে ট্রাফিক স্টপের গোলাগুলিতে নিহত হয়েছেন।