খার্তুমে নিরাপত্তা বাহিনীর দুই পক্ষে ব্যাপক লড়াই, বহু নিহত

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৬ ২০২৩, ১৬:২১

সুদানের রাজধানীর রাস্তায় রাস্তায় চলছে লড়াই। ছবি: রয়টার্স

সুদানের রাজধানীর রাস্তায় রাস্তায় চলছে লড়াই। ছবি: রয়টার্স

  • 0

সুদানের রাজধানী খার্তুমে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে তুমুল সংঘর্ষে কমপক্ষে ৫৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সুদানিজ ডক্টরস ইউনিয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্যও হতাহত হয়েছেন। দুই পক্ষের লড়াইয়ে আহত বেসামরিক নাগরিকের সংখ্যা অন্তত ৫৯৫। 

খার্তুমে রোববার ভোরে দুই পক্ষের ব্যাপক লড়াই শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খার্তুমের বিভিন্ন রাস্তায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, চলছে দুই পক্ষের বন্দুকযুদ্ধ। আধাসামরিক বাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট প্যালেস, খার্তুম বিমানবন্দর এবং অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করার পর এ লড়াই শুরু হয়।

আধা সামরিক বাহিনীর দাবি অস্বীকার করে শনিবার রাতে সেনাবাহিনী এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, আরএসএফ-এর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে সুদানের বিমানবাহিনীর হামলা শুরু করেছে। সাধারণ নাগরিকদের ঘরের ভিতরে থাকার নির্দেশ দেয়া হয় বিবৃতিতে।

খার্তুমের আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।

এএফপি’র এক সংবাদদাতা জানান, খার্তুমের অনেক এলাকায় বিস্ফোরণের ধাক্কায় ভবনের জানালার গ্লাস ভেঙে পড়তে দেখা গেছে। 


0 মন্তব্য

মন্তব্য করুন