সম্প্রতি নিউ ইয়র্ক সিটিজুড়ে এমটিএ বাসে সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। ব্রঙ্কসে শনিবার একটি এমটিএ বাসে বন্দুক সহিংসতায় তিন নারী যাত্রী আহত হন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
বাসের চালক জানান, এ নিয়ে দ্বিতীয়বার বাসটি হামলার শিকার হয়েছে। সড়কে বের হলে নিরাপত্তাহীনতায় ভোগেন বলেও অভিযোগ করেন এমটিএ বাসের চালকরা।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, এমটিএ বাস বন্দুক হামলার লক্ষবস্তু ছিল না। তবে, একটি গুলি বাসে থাকা ৫৯ বছর বয়সী এক নারীর বুকে আঘাত করে। অন্য দুটি গুলি বাসের জানালায় আঘাত করলে পাশে বসে থাকা দুই নারী আহত হন।
হাসপাতালে ভর্তি করা আহত তিন যাত্রীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
এনওয়াইপিডি জানিয়েছে, গত কিছুদিন ধরে এমটিএ বাসে একের পর এক বন্দুক ও ছুরি হামলার ঘটনা ঘটছে। কখনও যাত্রী, কখনও বাস চালককে টার্গেট করছে হামলাকারীরা।