সন্ধ্যা সাড়ে ৭টার পর ‘হলিউড ওয়াক অফ ফেইম’ অনুষ্ঠান শেষে এ হামলা হয়।
লস অ্যাঞ্জেলেস পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ফুটপাতে পড়ে থাকা অবস্থায় পান।
গুলির সময় পাশের টিসিএল চাইনিয থিয়েটারে টিসিএম ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল। সেখানকার লোকজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাতে এবিসি স্যাভেন জানায়, গুলির শব্দ খুব বেশি জোরে হয়নি, কিছুটা আতশবাজির মতো মনে হয়েছিল। এ সময় তিনি সঙ্গী এক শিশু ও নারীকে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
এলএপিডির সার্জেন্ট ভিক্টর হুপার জানান, দুই পুরুষের মধ্যে বাকবিতণ্ডার সময় এক নারীও সেখানে ছিলেন। এক পর্যায়ে গান বের করে এক পুরুষ অপর জনের মাথায় গুলি করেন।
সন্দেহভাজন পুরুষ ও নারী পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি আশঙ্কামুক্ত।