বিষাক্ত গ্যাসে সাউথ আফ্রিকায় নিহত ১৬

টিবিএন ডেস্ক

জুলাই ৬ ২০২৩, ৬:২৯

গ্যাস লিক হওয়া স্থানটিকে পুলিশ ঘিরে রাখে। ছবি: সংগৃহীত

গ্যাস লিক হওয়া স্থানটিকে পুলিশ ঘিরে রাখে। ছবি: সংগৃহীত

  • 0

সাউথ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে এক এলাকায় বিষাক্ত গ্যাসে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় বোকসবার্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শহরের জরুরি সেবার মুখপাত্র উইলিয়াম এনটালডি।

এনটালডি জানান, বোকসবার্গের অ্যাঞ্জেল ক্যাম্পে একটি সিলিন্ডার লিক হয়ে গ্যাস নির্গত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

জরুরি সেবা কর্মকর্তারা বিস্ফোরণের খবর পেয়ে ওই এলাকায় যান। তারা দেখেন বিস্ফোরণ নয় সিলিন্ডার ছিদ্র হয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে।

এনটালডি এও নিশ্চিত করেছেন যে, বিষাক্ত নাইট্রেট গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে ১৬ জনের। এদের মধ্যে এক বছর বয়সী এক শিশুও ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম নিউজরুম আফ্রিকার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে যাওয়ার পর সিলিন্ডারটিকে খালি অবস্থায় পায়। ফলে, নিশ্চিত করা সম্ভব হয়নি যে ঠিক কতক্ষণ ধরে গ্যাস নির্গত হচ্ছিল।

সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে ওই এলাকায় অবৈধ স্বর্ণ খননের কাজ চালানো হত বলে ধারণা করছে পুলিশ।


0 মন্তব্য

মন্তব্য করুন