নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তেল আবিবের উপকূলীয় শহর ইযরায়েলের শিবা হসপিটালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি প্রধানমন্ত্রীর কার্যালয়।
নাম প্রকাশ না করার শর্তে নেতানিয়াহুর এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে ইযরায়েলের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াল্লা বলেছে, নিজ বাড়িতে জ্ঞান হারিয়ে পড়েছিলেন নেতানিয়াহু। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে জ্ঞান ফিরে পান তিনি।
হাসপাতাল কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম হারেতজ জানিয়েছে, হাসপাতালে নেতানিয়াহু সজ্ঞান ছিলেন। তাকে হাঁটতে দেখা গেছে।
ইযরায়েলে হিট ওয়েভে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিট ওয়েভকে নেতানিয়াহুর অসুস্থবোধ করার একটি কারণ হিসেবে বিবেচনা করছেন অনেকে।
অবশ্য রিপোর্টগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
ইযারায়েলের সচেয়ে দীর্ঘমেয়াদি নেতা ৭৩ বছর বয়সেও শারীরিকভাবে বেশ সুস্থ আছেন বলে দাবি করেছে ইযরায়েলি সংবাদ মাধ্যমগুলো। তবে ইয়োম কিপ্পুরে উপবাসের সময় প্রার্থনারত অবস্থায় গত অক্টোবরে অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।