বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
চার্লসের রাজ্যাভিষেক হবে আগামী ৬ মে। একই দিনে রানির মুকুট পরবেন তার সহধর্মিণী ক্যামিলা পার্কার। পুরো রাজপরিবার এই আয়োজনে অংশ নিলেও সে সময় সাসেক্স ডিউক হ্যারির স্ত্রী মেগান সন্তানদের নিয়ে ক্যালিফোর্নিয়ার বাড়িতে থাকবেন।
হাজার বছরের ঐতিহ্যবাহী এ আয়োজনে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নতুন রাজা চার্লস তৃতীয়কে মুকুট পরানো হবে।
সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী, একটি নেটফ্লিক্স ডকুমেন্টরি এবং অসংখ্য সাক্ষাৎকারে রাজপরিবারের সঙ্গে হ্যারির সম্পর্কের টানাপড়েন প্রকাশ পায়। এরপর থেকে বাবা চার্লস তৃতীয় ও বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে বাড়তে থাকে হ্যারির দূরত্ব।
রাজপরিবারের সঙ্গে টানাপড়েনের জেরে ২০২০ সালে রাজকীয় জীবন ছেড়ে ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে পাড়ি জমান হ্যারি-মেগান দম্পতি।