অ্যামেরিকায় মদ্যপানের বৈধ বয়স ২১ বছর

টিবিএন ডেস্ক

জুলাই ১০ ২০২৩, ১৯:৪২

তবে মদ্যপানের বয়স নিয়ে খুব বেশি কড়াকড়ি নিয়ম নেই। ছবি: সংগৃহীত

তবে মদ্যপানের বয়স নিয়ে খুব বেশি কড়াকড়ি নিয়ম নেই। ছবি: সংগৃহীত

  • 0

সাধারণত ১৮ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয়। প্রাপ্তবয়স হলে এমন অনেক কিছুই করা যায় বা খাওয়া যায় যা অপ্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য নয়। যেমন ১৮ বছর হলে অনেক দেশে মদ্যপান বৈধ।

তবে দেশে দেশে মদ্যপানের বৈধ বয়সের ভিন্নতাও রয়েছে। যেমন: ফ্রান্স, ব্রাজিল, ঘানা, আর্জেন্টিনা এসব দেশে মদ্যপানের বৈধ বয়স ১৮ বছর। আবার ওয়েস্ট আফ্রিকার কয়েক দেশে মাত্র ১৩ বছর বয়সে মদ্যপানের বৈধতা দেয়া হয়।

জাপান, থ্যাইল্যান্ড ও অ্যামেরিকার মতো দেশে মদ্যপানের বৈধ বয়স ২০ বছর বা তার উপরে। আফ্রিকান দেশ ইরিত্রিয়াতে তো ২৫ বছরের আগে কারোরই মদ্যপানের অনুমতি নেই।

অ্যামেরিকায় মদ্যপানের বৈধ বয়স ২১ বছর। এটি অ্যামেরিকা ভ্রমণকারী সব পর্যটকের ক্ষেত্রেও প্রযোজ্য। অ্যামেরিকায় মানতে হবে এই নিয়ম। ফেডারেল ইউনিফর্ম ড্রিংকিং অ্যাজ অ্যাক্ট অ্যালকোহল কেনার আইনি বয়স হিসেবে ২১ বছরকে নির্ধারণ করেছে।

তবে এই নিয়ম খুব বেশি কড়াকড়ি নয়। কেননা ১৮ বছরের কম বয়সীরা অ্যালকোহল নিতে পারবে যদি তার বাবা মা কিংবা বৈধ অভিভাবক সঙ্গে থাকে। অবশ্য এটি বারের লাইসেন্সের উপর নির্ভর করে।


0 মন্তব্য

মন্তব্য করুন