এক বিবৃতিতে প্যারামাউন্ট জানিয়েছে, আহত ক্রুরা সবাই আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা চলছে।
ভ্যারাইটি-র তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় কোনো অভিনেতা আহত হননি। তবে পোড়া ক্ষত নিয়ে ছয় জন চিকিৎসা নিয়েছেন; বাকি চার জন আছেন হাসপাতালে।
প্যারামাউন্ট পিকচার্সের এক মুখপাত্র বলেন, ‘শুটিংয়ের সময় নিরাপত্তা ও চিকিৎসা সেবা দলগুলো উপস্থিত থাকায় আহতরা দ্রুতই চিকিৎসা পান।’
সিক্যুয়েলটির নাম এখনও ঠিক হয়নি। তবে ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এতে অভিনয় করেছেন পল মেসকল, ডেনযেল ওয়াশিংটন এবং কনি নিলসন।
সিনেমাটির পরিচালক রিডলি স্কট ২০০০ সালের মূল ঐতিহাসিক ড্রামা ‘গ্লাডিয়েটর’ পরিচালনা করেছিলেন। ফিল্মটির দ্বিতীয় পর্ব পরিচালনা করতে ফিরে এসেছেন তিনি।
১২টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়ে পাঁচটি অস্কার জিতেছিল গ্ল্যাডিয়েটর। এর মধ্যে রাসেল ক্রো জিতেছিলেন ‘সেরা অভিনেতা’ ক্যাটাগরিতে। রোমান জেনারেল ম্যাক্সিমাস ডেসিমাস মেরিডিয়াসের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
ঐতিহাসিক এপিক ড্রামা চলচ্চিত্রটি বক্স অফিসে ৪৫৭ মিলিয়ন ডলার আয় করেছিল।