রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার থেকে যুদ্ধ সরঞ্জাম জমা দিতে শুরু করেছে ভাগনার। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ সরঞ্জাম স্থানান্তর ‘পরিকল্পনা অনুযায়ী’ চলছে। শিগগিরই তা শেষ হবে।
জমা দেয়া অস্ত্রের তালিকায় রয়েছে শত শত ভারী সমরাস্ত্র। এছাড়া আছে বিভিন্ন ধরনের যুদ্ধ ট্যাঙ্ক, একাধিক রকেট লঞ্চার সিস্টেম, স্বয়ংক্রিয় ও টাউড আর্টিলারি, বিমান বিধ্বংসী সিস্টেম ও অন্য যুদ্ধ যান।
ভাগনার গ্রুপের জমা দেয়া যুদ্ধ সরঞ্জামের একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে দেখা যায়, যুদ্ধযান ও অন্যান্য সরঞ্জাম অঘোষিত স্থানে সাজিয়ে রাখা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভাগনার গ্রুপের সমর্পণ করা অস্ত্র ও যানবাহন রক্ষণাবেক্ষণের জন্য ফিল্ড সাইটে সরিয়ে নেয়া হচ্ছে। সব প্রক্রিয়া শেষে এসব অস্ত্র রাশিয়ান সামরিক বাহিনীর ইউনিটে ব্যবহার করা হবে।