গত মৌসুমের পরে টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান থ্রি-র সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় ব্লুজদের। কিন্তু গত আসরে টেবিলের ১২তম স্থানে থেকে লিগ শেষ করার পর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি চুক্তি নবায়নে আর কোনো আগ্রহ দেখায়নি।
এদিকে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চেলসির আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্যারামাউন্ট প্লাস ও স্টেক নামে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করতে পারেনি চেলসি।
বেটিং প্রতিষ্ঠান স্টেকের সঙ্গে চুক্তিটি সম্ভব হয়নি প্রিমিয়ার লিগ সম্প্রচার প্রতিষ্ঠানের আপত্তির কারণে।
এপ্রিলে প্রিমিয়ার লিগ ঘোষনা দিয়েছে, ২০২৫-২৬ মৌসুমের পর থেকে কোনো বেটিং প্রতিষ্ঠানের লোগো জার্সিতে থাকতে পারবে না।
চেলসি সমর্থকেরাও বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চেলসির বাণিজ্যিক চুক্তির বিরোধিতা করেছে। এক জরিপে দেখা গেছে, ৭৭ শতাংশ সমর্থক চান না তাদের প্রিয় ক্লাবের জার্সিতে কোনো জুয়ারি প্রতিষ্ঠানের লোগো থাকুক।
চেলসি জানিয়েছে, আগামী ১৬ অগাস্ট থেকে ওয়েবসাইটে ও তাদের নিজস্ব দোকানগুলোতে নতুন জার্সি পাওয়া যাবে। ২৩ অগাস্ট থেকে বড় পরিসরে জার্সি বিক্রি শুরু হবে।
মৌসুমের আগে অ্যামেরিকা সফরেও চেলসিকে পৃষ্ঠপোষক বিহীন জার্সি পড়েই মাঠে নামতে হচ্ছে।
এর আগে গত মৌসুমের শুরুতে নটিংহ্যাম ফরেস্টের জার্সিতেও কোনো স্পন্সর প্রতিষ্ঠানের নাম ছিল না।