ওহাইওতে বাড়ির ছাদ ধসে আহত ১৪

টিবিএন ডেস্ক

এপ্রিল ৩০ ২০২৩, ১৭:২১

বাড়তি ওজনের কারণে ধসে পড়েছে বাড়ির ছাদ। ছবি: টেন টিভি

বাড়তি ওজনের কারণে ধসে পড়েছে বাড়ির ছাদ। ছবি: টেন টিভি

  • 0

ওহাইও স্টেইট ইউনিভার্সিটির কাছে কলোম্বাস শহরে একটি বাড়ির ছাদ ধসে ১৪ জন আহত হয়েছেন।

কর্তৃপক্ষের বরাতে এবিসি নিউয জানায়, শনিবার সন্ধ্যায় বেশ কয়েক জন শিক্ষার্থী বাড়ির ছাদে উঠলে এর একাংশ ধসে পড়ে। 

কলোম্বাস ডিভিশনের ফায়ার ব্যাটালিয়নের চিফ স্টিভ মার্টিন এক বিবৃতিতে জানান, তার বিভাগ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওহাইও স্টেইট ইউনিভার্সিটির কাছে বাড়ির ছাদ ধসে পড়ার খবর পান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইস্ট থার্টিন অ্যাভিনিউর ওই বাড়ির সামনের বারান্দার উপরের ছাদ ধসে পড়েছে।  বাড়িটির বাকি অংশ অক্ষত রয়েছে। 

মার্টিন বলেন, ‘ধ্বংসাবশেষে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। ওহাইও স্টেইট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এসে তাদের টেনে বের করেন।‘ 

ইমারজেন্সি রেস্কিউ টিম প্রাথমিকভাবে ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও পরে আরও চার জনকে পাওয়া যায়। তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সবার অবস্থা স্থিতিশীল বলে নিশ্চিত করেন মার্টিন। 

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি ছাদটিতে কমপক্ষে ১৫ থেকে ৪৫ জন শিক্ষার্থী উঠেছিলেন। এত মানুষের ভর নেয়ার মতো করে বাড়িটির ছাদ ডিজাইন করা হয়নি। বাড়তি ওজনের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।‘

ওহাইও স্টেইট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অনেক শিক্ষার্থী এই বাড়িতে থাকেন, তবে এটি ইউনিভার্সিটির কোনো অংশ নয়।    


0 মন্তব্য

মন্তব্য করুন