বার্মিংহ্যাম পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটে।
এরপর দুই ফায়ার ফাইটারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ওই সময় স্টেশনটিতে তিনজন ফায়ারফাইটার অবস্থান করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কে গুলি করেছে ও কী উদ্দেশ্যে গুলি করা হয়েছে সেটি জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, ‘আমাদের ফায়ার স্টেশনগুলিকে লক্ষ্য করে কেউ আক্রমণ করবে বিষয়টা একেবারেই অস্বাভাবিক।’