ইযরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৩ প্যালেস্টেনিয়ান নিহত

টিবিএন ডেস্ক

জুলাই ২৫ ২০২৩, ১৫:৫৬

ওয়েস্ট ব্যাঙ্কের নাবলুস-এ ইযরায়েল আর্মির একজন সদস্য। সংগৃহীত ছবি

ওয়েস্ট ব্যাঙ্কের নাবলুস-এ ইযরায়েল আর্মির একজন সদস্য। সংগৃহীত ছবি

  • 0

ইযরায়েল শাসিত ওয়েস্ট ব্যাঙ্কের নাবলুসে মঙ্গলবার ইযরায়েলি সেনাদের গুলিতে তিন প্যালেস্টেনিয়ান নিহত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

কর্মকর্তারা নিহতদের পরিচয় প্রকাশ করেননি। তবে হামাস নিহত তিন ব্যক্তিকে নিজেদের সংগঠনের সদস্য বলে দাবি করেছে।

ইযরায়েলি সেনাবাহিনী বলছে, তিন জন ‘সশস্ত্র সন্ত্রাসী’ একটি গাড়ি থেকে সেনাদের লক্ষ করে গুলি চালায়। জবাবে সেনারাও পাল্টা গুলি চালিয়েছে।

তাদের দাবি, নিহতদের গাড়ি থেকে তিনটি এম-সিক্সটিন ​​রাইফেল এবং অন্যান্য যুদ্ধ-সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

তবে ইয়রায়েলি আর্মির এ দাবিকে নাকচ করে প্যালেস্টাইন মিডিয়া বলেছে, এ ঘটনা ইযরায়েলের পরিকল্পিত হামলার অংশ।

প্যালেস্টাইনের টিভিতে প্রচারিত ফুটেজে ঘটনার পর একটি মিলিটারি গাড়ি দেখা গেছে। কয়েকজন সেনা সদস্যকে ঘটনাস্থলের এলাকায় প্রবেশে বাধা দিতে দেখা গেছে।

নাবলুস ওয়েস্ট ব্যাঙ্কের বাণিজ্যিক রাজধানী ও সেই সঙ্গে ইযরায়েলি সামরিক বাহিনীর অভিযানের কেন্দ্রবিন্দু।

অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক বার বার সহিংসতার সম্মুখীন হচ্ছে। এ মাসের শুরুতে ইযরায়েলের সেনাবাহিনী জেনিন শরণার্থী শিবিরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে একজন ইসরায়েলি সেনা এবং তিন শিশুসহ ১২ প্যালেস্টিনিয়ান নিহত হন।

অধিকৃত প্যালেস্টাইন অঞ্চলে এ বছর নিহতদের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছে ওয়েস্ট ব্যাঙ্কে।


0 মন্তব্য

মন্তব্য করুন