সেন্ট লুইস কাউন্টি পাবলিক হেলথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শপে আনা ঝিনুকগুলো দূষিত ছিল। ৫৪ বছর বয়সী এক ব্যক্তি গত সপ্তাহে সেখান থেকে কেনা ঝিনুক খাওয়ার পর মারা যান।
সেন্ট লুইস কাউন্টির কর্মকর্তারা জনসাধারণকে ‘ফ্রুট স্ট্যান্ড অ্যান্ড সি-ফুড’ নামে শপটি থেকে কেনা ঝিনুক না খাওয়ার নির্দেশ দিয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তাদের তদন্ত করতে সহায়তা করছে সি-ফুড স্ট্যান্ডটি। তাদের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।
কাঁচা ঝিনুক খেয়ে মৃত্যুর কারণ ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়া। জলবায়ু পরিবর্তনের কারণে এ ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়তে পারে বলে গত মার্চ মাসে একটি গবেষণায় সতর্ক করা হয়েছিল।