এবিসি নিউয বলছে, ডব্লিউএইচওর সদরদফতরে ঘোষণাটি দিয়েছেন ডিরেক্টর জেনারেল টেডরোস অ্যাডহেনোম ঘেব্রেসাস।
তিনি বলেন, ‘আমি বেশ আশা নিয়ে বলছি যে বিশ্বে করোনার জরুরি অবস্থা অবসান শেষ হলো। তবে তার মানে এই নয় যে করোনার বৈশ্বিক ঝুঁকি শেষ হয়ে গেছে। গত সপ্তাহেও কোভিড নাইন্টিনে প্রতি ৩ মিনিটে এক জনের মৃত্যু হয়েছে।’
তিনি জানান, করোনা নিয়ে শুরুর দিকে স্বাস্থ্যসেবার উপর যে চাপ গেছে তা আর নেই। এছাড়া টিকাদান ও ইনভেকশনের কারণে বিশ্ববাসীর মধ্যে ইমিউনিটি গড়ে উঠেছে।
এসব কারণে করোনার জরুরি অবস্থা তুলে নিয়েছে ডব্লিউএইচও।
করোনাভাইরাসকে ২০২০ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক সংকট ও মার্চে বৈশ্বিক মহামারি বলে ঘোষণা করেছিল জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা।
ঘেব্রেসাস জানান, ডব্লিউএইচও- এর হিসাবে কোভিডে বিশ্বে ৭ মিলিয়ন রোগীর মৃত্যু হয়েছে। তবে কর্মকর্তাদের ধারণা অন্তত ২০ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
অ্যামেরিকায় ১.১ মিলিয়ন রোগীর মৃত্যুর হিসাব দিয়েছে সেন্টারস ফর ডিযিয কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি।