সালওয়ান মোমিকা নামের ৩৭ বছর বয়সী এক ইরাকি শরণার্থী গত ২৮ জুন সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা ও এর পৃষ্ঠায় আগুন ধরিয়ে দেন।
এ ঘটনা সামনে আসার পর থেকে বিশ্বের মুসলিম সম্প্রদায় ও বিভিন্ন দেশ ব্যাপক ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানাচ্ছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানাতে সুইডিশ রাষ্ট্রদূত পেট্রা মেন্ডারকে তলব করে।
মন্ত্রণালয় সুইডিশ সরকারকে সহনশীলতা, সংযমের পরিপন্থি এ চরমপন্থাকে উসকানি দেয়ার মতো ঘটনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
একইসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে অন্য দেশগুলোর প্রচেষ্টাকে বাধা দেয়া এবং দেশটির জনগণের সঙ্গে অন্যদেশের সুসম্পর্ক ও পারস্পরিক সম্মানকে ক্ষুণ্ণ করে এমন সব কাজ থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।
অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) এক্সিকিউটিভ কমিটিও কোরআন পোড়ানোর ঘটনায় রোববার জেদ্দায় একটি বৈঠক করেছে।