কোরআন পোড়ানোর প্রতিবাদে সৌদিতে সুইডিশ রাষ্ট্রদূতকে তলব

টিবিএন ডেস্ক

জুলাই ৩ ২০২৩, ২২:০৮

সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন পুড়িয়েছে ইরাকি শরণার্থী। ছবি: সংগৃহীত

সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন পুড়িয়েছে ইরাকি শরণার্থী। ছবি: সংগৃহীত

  • 0

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে সৌদি আরবে সুইডেনের রাষ্ট্রদূতকে রোববার তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সালওয়ান মোমিকা নামের ৩৭ বছর বয়সী এক ইরাকি শরণার্থী গত ২৮ জুন সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা ও এর পৃষ্ঠায় আগুন ধরিয়ে দেন।

এ ঘটনা সামনে আসার পর থেকে বিশ্বের মুসলিম সম্প্রদায় ও বিভিন্ন দেশ ব্যাপক ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানাচ্ছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানাতে সুইডিশ রাষ্ট্রদূত পেট্রা মেন্ডারকে তলব করে।

মন্ত্রণালয় সুইডিশ সরকারকে সহনশীলতা, সংযমের পরিপন্থি এ চরমপন্থাকে উসকানি দেয়ার মতো ঘটনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে

একইসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে অন্য দেশগুলোর প্রচেষ্টাকে বাধা দেয়া এবং দেশটির জনগণের সঙ্গে অন্যদেশের সুসম্পর্ক ও পারস্পরিক সম্মানকে ক্ষুণ্ণ করে এমন সব কাজ থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।

অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) এক্সিকিউটিভ কমিটিও কোরআন পোড়ানোর ঘটনায় রোববার জেদ্দায় একটি বৈঠক করেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন