এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেয় স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ। ওই অভিভাবকের অভিযোগ ছিল, কিং জেমস বাইবেল শিশুদের জন্য অনুপযুক্ত। এতে অশ্লীল ও সহিংস বিষয়বস্তু রয়েছে, যা অপ্রাপ্তবয়স্কদের কোনো মূল্যবোধের শিক্ষা দেয় না।
নিষিদ্ধের পর সল্টলেক সিটির ডেভিস স্কুল ডিস্ট্রিক্টের কর্মকর্তাদের ৭০ জন এর বিরুদ্ধে আপিল করেন।
স্কুল বোর্ড কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘বাইবেলের অপ্রাপ্তবয়স্কদের জন্য উল্লেখযোগ্য এমন কিছু বিষয় রয়েছে যেটি এর ভেতরে থাকা হিংসাত্মক কিংবা অশ্লীল বিষয়বস্তুর চেয়ে বেশি।’
ডেভিস স্কুল ডিস্ট্রিক্ট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ব্রিজিট জেরার্ড বলেন, ‘বাইবেলের সাহিত্য মান এর ভেতরে থাকা সহিংসতা বা অশ্লীলতার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ।’
অ্যামেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অ্যামেরিকায় বই নিষিদ্ধ বা সীমাবদ্ধের প্রয়াস দুই দশকের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন: ইউটাহর স্কুলে বাইবেল নিষিদ্ধ