লুইভেলে হামলাকারী ওই ব্যাংকেরই কর্মী: পুলিশ

টিবিএন ডেস্ক

এপ্রিল ১০ ২০২৩, ২১:২৭

লুইভেলে হামলাকারী ওই ব্যাংকেরই কর্মী: পুলিশ
  • 0

কেন্টাকির লুইভেলে ব্যাংকে হামলাকারী ওই ব্যাংকের কর্মী ছিলেন বলে ধারণা পুলিশের। ওল্ড ন্যাশনাল ব্যাংকে সোমবার সকালের এই গোলাগুলির এই ঘটনায় হামলাকারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ অফিসারসহ অন্তত আট জন।

লুইভেল মেট্রো পুলিশ ডেপুটি চিফ পল হামফ্রে বলেছেন, প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে অভিযুক্ত হামলাকারী ওই ব্যাংকে কাজ করতেন। তবে তিনি বর্তমান না সাবেক কর্মী ছিলেন তা এখনও নিশ্চিত নন অফিসাররা।

পুলিশের সংবাদ সম্মেলনের বরাতে এবিসি নিউয জানিয়েছে, ফোনে বন্দুক হামলার খবর পেয়ে ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান অফিসাররা। ব্যাংকের ভেতর প্রবেশ করতেই হামলাকারীর সঙ্গে তাদের গোলাগুলি হয়। দুইজন অফিসার গুলিবিদ্ধ হন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তার সার্জারি চলছে।

তবে হামলাকারী পুলিশের গুলিতে নাকি নিজের গুলিতে নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত করেননি অফিসাররা।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বিশিয়ের বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা ঘটল। গুলিতে আমার দুই বন্ধু নিহত হয়েছেন। আরেকজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আশা করছি তিনি আমাদের মাঝে ফিরবেন।‘

মেয়র ক্রেইগ গ্রিনবার্গ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা নিশ্চয়ই আমাদের স্টেইটে এ ধরনের বন্দুক সহিংসতা ঠেকাতে একসঙ্গে কাজ করব। আমরা নিরাপদ একটি কমিউনিটি। আমরা খুবই বলিষ্ঠ কমিউনিটি।’

হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন মেয়র। তিনি হামলার ঘটনায় পুলিশের তাৎক্ষণিক তৎপরতার প্রশংসা করে বলেন, ‘তাদের দক্ষতায় আজ অনেকের জীবন রক্ষা করা গেছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন