শিশুটির নাম জালায়া ইসন। তার মা শুক্রবার ভোর ৪ টার দিকে নাইনওয়ানওয়ানে কল করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মরিসানিয়ার ইস্ট ওয়ান সিক্সটিফিফথ স্ট্রিটের বাড়িতে পৌঁছে শিশুটির কব্জি ও দেহে আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ।
জালায়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মেয়েটির মৃত্যুর কারণ জানতে কাজ করছেন চিকিৎসকেরা।
১২ তলার একটি নোংরা অ্যাপার্টমেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করছিল জালায়া। তার চার বছর বয়সী ভাই এবং তিন বছর বয়সী বোনকে চাইল্ড হোমের নিরাপত্তায় রাখা হয়েছে।