সাভ্যানাহ-এর ১২৪ বছর পুরোনো ভবনটিতে মঙ্গলবার ঘটে এই দুর্ঘটনা।
কর্মকর্তাদের বরাতে এবিসি নিউয জানিয়েছে, ১৮৯৯ সালে নির্মিত এই ভবনে এক বছরেরও বেশি সময় ধরে সংস্কার কাজ চলছিল।
সাভ্যানাহ ফায়ার ব্যাটালিয়নের প্রধান ওয়েন আইফিল জানান, কোর্টহাউযের তৃতীয় তলায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মেঝের একটি অংশ ধসে পড়ে। ওই অংশে কর্মরত তিন জন দ্বিতীয় তলায় গিয়ে পড়েন।
তাদেরকে স্থানীয় হাসপাতাল পাঠানো হয়। তাদের আঘাত গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন আইফিল।
তিনি বলেন, ‘ভবনে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আর কেউ আহত হননি, কেউ সেখানে আটকে নেই। আমরা দুইবার ভবনে তল্লাশি চালিয়েছি।‘
তিনি আরও বলেন, ‘একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এসে ভবনের অবস্থা খতিয়ে দেখবে। এর আগ পর্যন্ত কাউকে কোর্টহাউযে প্রবেশের অনুমতি দেয়া হবে না।‘
ভবনের অবস্থা আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা আইফিলের।
তিনি জানান, আগামী বছরের মধ্যে ভবনের সংস্কার শেষ করতে পুরোদমে কাজ করছিলেন নির্মাণশ্রমিকরা।
সাভ্যানাহ শহরের রাইট স্কয়ারে ১৮৯৯ সালে টমোচিচি ফেডারেল বিল্ডিং ও এই কোর্টহাউযটি নির্মাণ করা হয়।