কর্তৃপক্ষ জানিয়েছে, জার্সি স্ট্রিটে আনুমানিক রাত ২ টা ৪০ মিনিটে গুলির ঘটনা ঘটে।
সেখানে পৌঁছে ১৭ বছর বয়সী ও ২৬ বছর বয়সী দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাদের সেইন্ট জোসেফ মেডিক্যাল সেন্টারে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ অবস্থায় ১৯ বছর বয়সী ও ২৪ বছর বয়সী দুজন ওই হাসপাতালে চিকিৎসার নিতে পৌঁছান।
প্যাটারসনের ১৯ বছর বয়সী আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে পৌঁছান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত চলছে, বুধবার দুপুর পর্যন্ত কাউকে আটক করা হয়নি।