শনিবার রাত ১১টার দিকে শহরের দক্ষিণ-পূর্ব দিকের একটি আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে।
ইউমাহ পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৯ বছর বয়সী এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা ইউমাহ রিযিওনাল মেডিক্যাল সেন্টারে নেয়। কিছুক্ষণ পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
ইউমাহ ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে পৌঁছানোর পর ২০ বছর বয়সী একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলিতে ১৫ থেকে ১৯ বছর বয়সী পাঁচ কিশোর ইউমাহ রিযিওনাল মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন। তবে ১৬ বছর বয়সী এক কিশোরের অবস্থার অবনতি ঘটায় তাকে ফিনিক্সের একটি ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।
ইউমাহ পুলিশ ডিপার্টমেন্টের অফিসার ক্রেইগ জনসন জানিয়েছেন, রোববার পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি। অস্ত্রধারীকে শনাক্তে কাজ করছে তদন্তকারীরা। সন্দেহভাজন অস্ত্রধারীর সম্পর্কে কোনো তথ্য দিলে এক হাজার ডলার পুরস্কারের ঘোষণাও দিয়েছে পুলিশ।
ইউমাহ পুলিশের এক বিবৃতিতে রোববার বলা হয়, ঘটনার সময় বেশ কয়েকজন পুলিশ অফিসার ঘটনাস্থলের কাছাকাছি থাকায় তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা করেন।