মিলোমির ডেসনিকা নামের ওই ব্যক্তি, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার নাগরিক। তাকে গত নভেম্বরে ভিয়েনায় গ্রেপ্তার করা হয় ও শুক্রবার অ্যামেরিকান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রিয়ার ফেডারেল ক্রিমিনাল পুলিশ।।
ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস জানিয়েছে, ডেসনিকা ডার্ক ওয়েবে মনোপলি মার্কেট নামে একটি সাইট চালাতেন। তার বিরুদ্ধে ১৮ মিলিয়ন ডলারের মাদক কেনাবেচার অভিযোগ এনেছে অ্যামেরিকা।
ডেসনিকা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে ডার্ক ওয়েবে লেনদেন করতেন।
অ্যামেরিকা ও ইউরোপের পুলিশ মনোপলি মার্কেটের সঙ্গে যুক্ত থাকায় গত মাসে ৩০০ ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য জানায়। একই সঙ্গে ৫৩ মিলিয়ন ডলার জব্দ করা হয় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে।