সৌদির লোভনীয় প্রস্তাব নাকচ সিমিওনের

টিবিএন ডেস্ক

জুলাই ৮ ২০২৩, ১৬:৩৩

দিয়েগো সিমিওনে। ফাইল ছবি

দিয়েগো সিমিওনে। ফাইল ছবি

  • 0

সৌদি আরবের পেশাদার ক্লাব আল আহলি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনেকে আকর্ষণীয় প্রস্তাব দেয়া হয়েছিল। তবে লা লিগার চাকরি ছাড়ার কোনো ইচ্ছা নেই সিমিওনের। একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইএসপিএন।

স্প্যানিশ স্পোর্টস দৈনিক মার্কা-ও শুক্রবার এ সংক্রান্ত একটি রিপোর্টে জানিয়েছে, সৌদি লিগের শীর্ষ পর্যায়ের ক্লাব আল আহলি আর্জেন্টাইন এই কোচের সঙ্গে আকর্ষণীয় প্রস্তাব নিয়ে আলোচনা করেছে।

এর আগে মে মাসেও প্রস্তাব দিয়েছিল ক্লাবটি। কিন্তু ইএসপিএন’র দাবি, তিনি মাদ্রিদেই থাকছেন।

দুই বছর আগে সিমিওনে অ্যাথলেটিকোর সঙ্গে চুক্তি নবায়ন করেন। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের সঙ্গেই থাকছেন তিনি।

২০১১ সাল থেকে অ্যাথলেটিকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সিমিওনে। ইতোমধ্যে লা লিগায় একটি দলের কোচ হিসেবে টানা দীর্ঘদিন থাকার রেকর্ড গড়েছেন।

৫৩ বছর বয়সী সিমিওনে অ্যাথলেটিকো ছাড়া নিজ দেশ আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে কোচিং করিয়েছেন। অ্যাথলেটিকোর দায়িত্ব নেয়ার আগে সংক্ষিপ্ত সময়ের জন্য ইটালিয়ান ক্লাব কাতানিয়াতেও কাজ করেছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন