নিউ ইয়র্কে দুই গাড়ির সংঘর্ষে ২ কিশোর নিহত

টিবিএন ডেস্ক

মে ৪ ২০২৩, ১৮:২৩

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • 0

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে দুই গাড়ির সংঘর্ষে দুই টিনএজার নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।

এবিসি সেভেন জানিয়েছে, নাসাউ কাউন্টির জেরিকো এলাকার নর্থ ব্রডওয়েতে বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৩৪ বছর বয়সী এক ব্যক্তি ডজ র‍্যাম ট্রাক চালাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে আলফা রোমেরো স্পোর্টসকারের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। কারে ছিল চার কিশোর।

সংঘর্ষে ঘটনাস্থলেই ১৪ বছরের দুই কিশোর নিহত হন। অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা স্থিতিশীল।

ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর স্পোর্টসকারটি গিয়ে আরেকটি ভলভো গাড়িকে ধাক্কা দেয়। ওই গাড়িতে ছিলেন এক নারী ও এক টিনএজার। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ডজ ট্রাকের ড্রাইভার আমানদিপ সিংকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।    


0 মন্তব্য

মন্তব্য করুন