স্টেইট পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, দুপর ২টার দিকে দুটি সেমি ট্রাক ও একটি যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ হয়। স্থানীয় সংবাদমাধ্যম অ্যালবানি ডেমোক্র্যাট হেরাল্ড জানিয়েছে, যাত্রীবাহী গাড়িটি একটি ভ্যান।
ঘটনাস্থলের পাশের মাঠে মৃতদেহগুলো প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে রাখা হয়। ম্যারিয়ন কাউন্টির মেডিক্যাল এক্সামিনার সেখানে উপস্থিত ছিলেন। দুপুর পৌনে ৩টার দিকে একটি লাইফ ফ্লাইট হেলিকপ্টারকে ঘটনাস্থল থেকে উড়ে যেতে দেখা যায়। দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তা জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাড্রিয়ান গঞ্জালেয স্থানীয় আরেক সংবাদমাধ্যম স্টেটসম্যান জার্নালকে জানিয়েছেন, দুর্ঘটনাটি দেখে মনে হচ্ছে ভ্যানটি দুটি ট্রাকের মধ্যে পিষ্ট হয়েছে।
তিনি বলেন, ‘ভ্যানের অবস্থা দেখে মনে হচ্ছে যেন দুই ট্রাকের মধ্যে স্যান্ডউইচ হয়ে গেছে।’
দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।