ককপিটে বান্ধবীকে আমন্ত্রণ করায় দুই পাইলট বরখাস্ত

টিবিএন ডেস্ক

জুন ১৩ ২০২৩, ১৯:৫৯

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট।  ছবি: সংগৃহীত

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। ছবি: সংগৃহীত

  • 0

এয়ার ইন্ডিয়ার দিল্লি-লেহ ফ্লাইটের এআই-ফোরফোরফাইভ বিমানের ককপিটে বান্ধবীকে আমন্ত্রণ করায় দুই পাইলটকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক নারীকে অনুমতি ছাড়া ককপিটে প্রবেশ করতে দেন ওই দুই পাইলট। কেবিন ক্রুদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে এয়ার ইন্ডিয়া।

ঘটনার এক মাস পরে পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তারা। একই সঙ্গে এয়ার ইন্ডিয়াকে ৩ মিলিয়ন রুপি জরিমানা করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

লেহ রুটটিকে দেশের সবচেয়ে কঠিন ও স্পর্শকাতর রুটগুলির মধ্যে একটি বলে ধরা হয়। এমন একটি রুটের বাণিজ্যিক বিমানের ককপিটে অনুমতি ব্যতিত কাউকে ঢুকতে দিয়ে পাইলটরা আইন লঙ্ঘন করেছে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে দুবাই থেকে দিল্লি রুটে ফেব্রুয়ারির ২৭ তারিখে এয়ার ইন্ডিয়ার এআই-নাইনওয়ানফাইভ বিমানের ককপিটে বান্ধবীকে প্রবেশ করতে দেয়ায় এক পাইলটের লাইসেন্স স্থগিত করে ডিজিসিএ।


0 মন্তব্য

মন্তব্য করুন