পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে এপি নিউয।
চেক রিপাবলিক সংযুক্ত স্লোভাক ক্যাপিটল ব্রাতিস্লাভার ডিটু হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বন্ধ থাকে যান চলাচল।
আহতদের সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন এ দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
স্লোভাক মিডিয়া জানিয়েছে, বাসটি হাঙ্গেরিয়ান পর্যটকদের নিয়ে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।