
নেব্রাস্কায় খরার প্রভাব গমের আবাদে

টিবিএন ডেস্ক
মে ৯ ২০২৩, ১৮:৫০

ছবি: সংগৃহীত
- 0
নেব্রাস্কার শুষ্ক আবহাওয়ার প্রভাব পড়ছে শীতকালীন গম আবাদের উপর।
ইউএসডিএ বলেছে, স্টেইটের কিছু অংশে গত সপ্তাহে বৃষ্টি হওয়ায় মাটির আর্দ্রতা কিছুটা বেড়েছে। তবে স্টেইটের বেশিরভাগ অংশই রয়েছে খরার কবলে।
জানা যায়, নেব্রাস্কায় শীতকালীন গমের আবাদের ৫১ শতাংশই খুব খারাপ অবস্থায় রয়েছে। সপ্তাহ জুড়ে অপরিবর্তিত রয়েছে এ অবস্থা। মাত্র ৩৭ শতাংশ গমের ফলন স্বাভাবিক এবং ২ শতাংশ ফলন স্বাভাবিকের তুলনায় ভালো হয়েছে। ১২ শতাংশ গমে তুলনামূলক ভালো ফলন এসেছে, তবে চাষিরা আশানুরূপ ফলন এখনও পাননি।
শুধু ১ শতাংশ ফলন গত পাঁচ বছরের গড় ফলনের সমান হয়েছে।
নেব্রাস্কায় অন্য ফসলের ক্ষতির জন্যও শুষ্ক আবহাওয়ার প্রভাব লক্ষ করা যাচ্ছে। গড়ে সেখানে ৫১ শতাংশ জমিতে ভুট্টা রোপন করা হলেও এবার চাষিরা ৫৬ শতাংশ জমিতে ভুট্টা আবাদ করেছেন। তবে এর আগে গড়ে ১১ শতাংশ ভালো ফলন পেলেও এবারের ফলন মাত্রা ৯ শতাংশ।
নেব্রাস্কায় সাধারণত মে মাসের শুরুতে সয়াবিন রোপণ করা হয়। ৩৬ শতাংশ জমিতে রোপণ করা সয়াবিন মের শুরুর দিকেই ফলন আসে ২৯ শতাংশে। তবে খরার প্রভাবে এবার মাত্র ২ শতাংশ সয়াবিনের ফলন পাওয়া গেছে।
বর্তমানে নেব্রাস্কার চারণভূমি ও রেঞ্জল্যান্ডের ৬৮ শতাংশই আর্দ্রতার অভাবে ফসল চাষের অনুপযোগী হয়ে আছে।