এবার মন্টানায় উড়ো চিঠি, ভেতরে সাদা পাউডার

টিবিএন ডেস্ক

জুন ২৫ ২০২৩, ২০:৩৯

টেনেসি, ক্যানসাস ও মন্টানায় এমন উড়ো চিঠি পাচ্ছেন রিপাবলিকান নেতারা। ছবি: সংগৃহীত

টেনেসি, ক্যানসাস ও মন্টানায় এমন উড়ো চিঠি পাচ্ছেন রিপাবলিকান নেতারা। ছবি: সংগৃহীত

  • 0

টেনেসি ও ক্যানসাসের পর এবার মন্টানায় রিপাবলিকান আইনপ্রণেতাদের হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছে। চিঠির ভেতর পাওয়া গেছে সাদা পাউডার। ঘটনাটি খতিয়ে দেখছেন ফেডারেল এজেন্টরা।

স্টেইটের রিপাবলিকান গভর্নর গ্রেগ গিয়ানফোর্ট বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি টু্ইট করে বলেন, ‘মন্টানার আইনপ্রণেতারা আমাকে জানিয়েছেন যে তারা অজ্ঞাতনামা হুমকিমূলক চিঠি পেয়েছেন, যার মধ্যে সাদা পাউডার ছিল। বিষয়টি খুবই অস্বস্তিকর। ঘটনার তদন্তে নিয়োজিতদের সব ধরনের সম্পদ দিয়ে সহযোগিতা করবে স্টেইট।’

মন্টানার অ্যাটর্নি জেনারেল রিপাবলিকান অস্টিন নাডসেন ফেসবুকে লিখেছেন, তার মায়ের হাতে পড়েছে এমন চিঠি। তিনি সেটি খুলে ভেতরে সাদা পাউডার পেয়েছেন।

স্টেইটের আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘যে কোনো চিঠি খোলার অনুরোধ করে সতর্ক হোন। সন্দেহজনক কোনো চিঠি পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।’

সম্প্রতি টেনেসির ন্যাশভিলে বেশ কয়েকজন রিপাবলিকান নেতা এমন চিঠি পাওয়ায় গত বৃহস্পতিবার তাদের অফিস ভবন লকডাউন করা হয়।

এফবিআই জানিয়েছে, এরইমধ্যে চিঠির পাউডারের কিছু নমুনার ল্যাব টেস্ট হয়েছে। তাতে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।

ক্যানসাসে এমন চিঠি পেয়েছেন ১০০ আইনপ্রণেতা ও পাবলিক অফিসিয়াল। সেগুলোর পাউডারেও ক্ষতিকর কিছু মেলেনি বলে জানিয়েছে ক্যানসাস ব্যুরো অফ ইনভেস্টিগেশন।


0 মন্তব্য

মন্তব্য করুন