জাপানে আর্মি ঘাঁটিতে প্রশিক্ষণার্থীর গুলিতে ২ সেনা নিহত

টিবিএন ডেস্ক

জুন ১৪ ২০২৩, ১৪:১২

জাপানে রাইফেল হামলার খবরে ফায়ারিং রেঞ্জের বাইরে জড়ো হয়েছেন সেনাসদস্যরা। ছবি: সংগৃহীত

জাপানে রাইফেল হামলার খবরে ফায়ারিং রেঞ্জের বাইরে জড়ো হয়েছেন সেনাসদস্যরা। ছবি: সংগৃহীত

  • 0

জাপানের একটি সেনা ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে ট্রেইনি সেনার গুলিতে দুই সেনা নিহত ও এক জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই হত্যাচেষ্টার অভিযোগে আটক করা হয়েছে ১৮ বছর বয়সী ওই প্রশিক্ষণার্থীকে।

দেশটির গিফু প্রিফেকচারে হিনো কিহোন ফায়ারিং রেঞ্জে বুধবার এ ঘটনা ঘটে।

জাপানের আর্মি দ্য গ্রাউন্ড সেল্ফ ডিফেন্স ফোর্স জানিয়েছে, ঘটনাস্থলে শ্যুটিংয়ের প্রশিক্ষণ চলছিল। সে সময় ওই তরুণ রাইফেল নিয়ে তিন সেনার দিকে গুলি চালায়। ওই তিন জন ছিলেন তার প্রশিক্ষক।

তাদের হাসপাতালে নিলে দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আর্মি চিফ অফ স্টাফ ইয়াসানোরি মোরিশিটা জানান, ওই তরুণ গত এপ্রিলে সামরিক বাহিনীতে যোগ দেন। তাকে ফায়ারিং শেখানোর দায়িত্ব দেয়া হয় হতাহত তিন সেনাকে।

তিনি বলেন, ‘ঘটনাটি খুবই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।’

এ ঘটনার পর দেশজুড়ে সব আর্মি ঘাঁটিতে শ্যুটিং ও বিস্ফোরণ সংক্রান্ত প্রশিক্ষণ আপাতত স্থগিত করা হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন