মুক্তি পেল ‘জাওয়ান’-এর টিজার

টিবিএন ডেস্ক

জুলাই ১০ ২০২৩, ১৮:০৮

শাহরুখ খানের দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জাওয়ান’-এর টিজার মুক্তি পেয়েছে। কার্টেসি ফটো

শাহরুখ খানের দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জাওয়ান’-এর টিজার মুক্তি পেয়েছে। কার্টেসি ফটো

  • 0

বলিউড সুপারস্টার শাহরুখ খানের দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জাওয়ান’-এর টিজার মুক্তি পেয়েছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সোমবার তিনটি ভাষায় মুক্তি পায় টিজারটি।

সিনেমা প্রযোজকরা অবশ্য এটিকে ‘অফিশিয়াল প্রিভিউ’ হিসেবে উল্লেখ করেছেন। শাহরুখকে খুব আগ্রহ নিয়ে টিজারটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে শেয়ার করতে দেখা গেছে।

মুভিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। এছাড়া সৈনিক, ব্যান্ডেজ পরিহিত প্রতিশোধকারী এবং টাক মাথা ব্যক্তিত্বেও দেখা যাবে তাকে।

টিজারে তামিল সিনেমা তারকা নয়নতারা, বিজয় সেতুপতিকে দেখা গেছে। এছাড়া দীপিকা পাড়ুকোনের বিশেষ উপস্থিতি দেখানো হয়েছে। কাস্টে আরও আছেন সানিয়া মালহোত্রা এবং প্রিয়ামনি।

মুভিটি পরিচালনা করেছেন অ্যাটলি। রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

সিনেমাটি তিনটি ভাষায় (হিন্দি, তেলেগু এবং তামিল) আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

জাওয়ান এর পর শাহরুখের পরবর্তী ছবি থ্রি ইডিয়টস পরিচালক রাজকুমার হিরানির ‘ডানকি’। মুভিটি বিলিয়নেয়ার মুকেশ আম্বানির জিও স্টুডিও, শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং হিরানির রাজকুমার হিরানি ফিল্মস-এর প্রযোজনায় বানানো হচ্ছে। বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ডানকির।

শাহরুখ অভিনীত ‘পাঠান’ জানুয়ারিতে মুক্তি পাওয়ার পর দ্রুতই ব্লকবাস্টারের মর্যাদা অর্জন করে। বিশ্বব্যাপী ১৩০ মিলিয়ন ডলার আয় করে এটি বছরের সবচেয়ে বড় ভারতীয় হিট এবং সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয়ের ভারতীয় চলচ্চিত্রের মর্যাদা পায়। স্পাই ইউনিভার্সের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন আদিত্য চোপড়া। বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পায় পাঠান।


0 মন্তব্য

মন্তব্য করুন