ল্যাটাহ কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টের কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
পাঁচটি মূল অভিযোগে কোহবার্গারকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে চারটি হত্যার ও একটি চুরির অভিযোগ। মামলার শুনানি হবে আগামী সোমবার।
কোহবার্গারকে গত ডিসেম্বরে বাবা-মার পেনসিলভেনিয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত নভেম্বরে ২১ বছর বয়সী কায়লি গনস্যালভেয ও ম্যাডিসন মোগেন এবং ২০ বছর বয়সী জানা কার্নোডল ও ইথান চ্যাপিনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে।