ইউক্রেইনকে দেয়া ইউএস-জার্মান যুদ্ধযান রাশিয়ার দখলে

টিবিএন ডেস্ক

জুন ১৩ ২০২৩, ১৪:২২

বেশ কয়েকটি জার্মান লিওপার্ড টু ট্যাংক ও অ্যামেরিকান ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং যান দখলের দাবি করেছে রাশিয়া। ছবি: সংগৃহীত

বেশ কয়েকটি জার্মান লিওপার্ড টু ট্যাংক ও অ্যামেরিকান ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং যান দখলের দাবি করেছে রাশিয়া। ছবি: সংগৃহীত

  • 0

ইউক্রেইনকে যুদ্ধে সহায়তার জন্য দেয়া বেশ কয়েকটি জার্মান লিওপার্ড টু ট্যাংক ও অ্যামেরিকান ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং যান দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা একটি ক্লিপে রাশিয়ান সেনাদের এসব পশ্চিমা যুদ্ধযানের সামনে উল্লাস করতে দেখা যায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত লিওপার্ড ট্যাংক ও ব্র্যাডলি ইনফ্যান্ট্রি যুদ্ধযানগুলো আমাদের জন্য ট্রফি। ভস্টক গ্রুপের সেনারা জব্দ করা এসব ট্যাংক ও ইনফ্যান্ট্রি যুদ্ধযানগুলো পরিদর্শন করছে।’

গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে যানগুলো। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এগুলোর বেশ কয়েকটি ইঞ্জিন এখনও সচল রয়েছে।

ইউক্রেইনকে দেয়া ট্যাংকগুলো হাতছাড়া হলে সহজে প্রতিস্থাপন করা যাবে না- জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস সোমবার এমন বক্তব্য দেয়ার পরপরই যুদ্ধযানগুলো বেহাত হওয়ার খবর এলো।

অনলাইনে ছড়িয়ে পড়া ক্ষতিগ্রস্ত ট্যাংকের ছবির সত্যতা নিশ্চিত করতে অস্বীকার করেছেন পিস্টোরাস। তবে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে যুদ্ধের প্রকৃতিই এমন। এতে অস্ত্র ধ্বংস হবে, ট্যাংক ধ্বংস হবে, মানুষ নিহত হবে। তাই ইউক্রেইনের প্রতি আমাদের সমর্থন এত গুরুত্বপূর্ণ।’

অন্যান্য ইউক্রেনীয় ও জার্মান রাজনীতিকরা অস্ত্রশস্ত্র ধ্বংস হলে ইউক্রেইনে ফের ট্যাংক সরবরাহের আহ্বান জানাচ্ছিলেন। এর আগে পিস্টোরিয়াস বলেছিলেন, ইউক্রেইনে তুলনামূলক কম উন্নত লেপার্ড ওয়ান ট্যাংক সরবরাহ অব্যাহত রাখবে জার্মানি। বছরের শেষ নাগাদ সেখানে ১০০টিরও বেশি ট্যাংক সরবরাহ করা হবে।

ভারী অস্ত্রের জন্য কিয়েভের কাছ থেকে কয়েক মাস ধরে অনুরোধের পরিপ্রেক্ষিতে এ বছরের শুরুতে ইউক্রেইনে উন্নত লিওপার্ড টু ট্যাংক পাঠাতে শুরু করে জার্মানি। দেশটি এ পর্যন্ত ইউক্রেইনকে ১৮টি লিওপার্ড টু ট্যাংক সরবরাহ করেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন