ব্ল্যাক সি সামিটে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের হাতাহাতি

টিবিএন ডেস্ক

মে ৫ ২০২৩, ২১:০৪

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে হাতাহাতির ভিডিও থেকে নেয়া ছবি।

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে হাতাহাতির ভিডিও থেকে নেয়া ছবি।

  • 0

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা দুই দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে তুর্কিয়েতে। দেশটির রাজধানী আঙ্কারায় ব্ল্যাক সি রাষ্ট্রগুলোর বৈঠক চলাকালে হাতাহাতিতে জড়িয়েছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।

টার্কিশ পার্লামেন্ট ভবনে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

ওই সামিটে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেন সংসদ সদস্য ওলেকস্যানডর ম্যারিকোভস্কি। তার ফেসবুক পেইজ থেকে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

তাতে দেখা গেছে, রাশিয়ান প্রতিনিধি ওলা টিমোফিভার একটি ভিডিও কেউ একজন রেকর্ড করছিলেন। সে সময় টিমোফিভার পেছনে দাঁড়িয়ে ইউক্রেনের পতাকা ওড়াতে থাকেন ম্যারিকোভস্কি। 

রাশিয়ার আরেক প্রতিনিধি ভ্যালেরি স্ট্যাভিতস্কি গিয়ে ম্যারিকোভস্কির হাত থেকে পতাকা কেড়ে নিয়ে সরে যান। তার উপর হামলে পড়ে পতাকা ছিনিয়ে নেন ম্যারিকোভস্কি। এ সময় ছোটখাট হাতাহাতি হয়ে যায়। দুজনের মধ্যে। অন্য কর্মকর্তারা গিয়ে তাদের সরিয়ে নেন। এ সময় উত্তেজিত ম্যারিকোভস্কিকে বলতে শোনা যায়, ‘এটা আমাদের পতাকা, আমরা এর জন্য অবশ্যই লড়ব।’

এই ভিডিও পোস্ট করে তিনি ফেসবুকে লেখেন, ‘নোংরা রাশিয়ানদের বলছি, আমাদের পতাকায় খাবল মারবে না, ইউক্রেনকে খাবল মারবে না!’

এ বিষয়ে রাশিয়ান প্রতিনিধিরা অবশ্য কোনো মন্তব্য করেননি।

 


0 মন্তব্য

মন্তব্য করুন