তর্কাতর্কির জেরে ফ্লোরিডায় ১ জনের গায়ে আগুন

টিবিএন ডেস্ক

মে ৩০ ২০২৩, ২১:৪৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

ফ্লোরিডার ট্যাম্পায় একটি গ্যাস স্টেশনে দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কির জেরে একজনের গায়ে গ্যাসোলিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। অগ্নিদগ্ধকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্যাম্পার নর্থ টোয়েন্টি টু স্ট্রিটে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হিলসবরো কাউন্টি শেরিফের অফিস সোমবার এক বিবৃতিতে জানায়, গ্যাস স্টেশনে দুই ব্যক্তির মধ্যে বাক-বিতণ্ডা হয়। 

এক পর্যায়ে গ্যাস স্টেশন থেকে কিছুটা গ্যাসোলিন কিনে আনেন আর্ল হারগ্রোভ জুনিয়র নামের ৩৪ বছর বয়সী এক ব্যক্তি। 

তিনি বিতণ্ডায় জড়ানো প্রতিপক্ষের গায়ে ওই গ্যাসোলিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেন। 

কর্তৃপক্ষ জানায়, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ট্যাম্পা গ্রিন হসপিটালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও শঙ্কামুক্ত নন। 

ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 

হারগ্রোভের বিরুদ্ধে গুরুতর শারীরিক ক্ষতি ও ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। 

শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, ‘তর্কাতর্কি কখনোই সহিংসতার পর্যায়ে যাওয়া উচিত নয়… অভিযুক্তের এমন অগ্রহণযোগ্য আচরণ আমাদের কমিউনিটিতে সহ্য করা হবে না। অভিযুক্ত এই মুহূর্তে কারাগারে আছেন, আমরা তার উপযুক্ত বিচারের অপেক্ষায় আছি।’ 


0 মন্তব্য

মন্তব্য করুন