সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ক্লিমটের চিত্রকর্ম

টিবিএন ডেস্ক

জুন ২৪ ২০২৩, ২১:৫৬

চিত্রকর্ম লেডি উইদ আফ্যান । ছবি: সংগৃহীত

চিত্রকর্ম লেডি উইদ আফ্যান । ছবি: সংগৃহীত

  • 0

অস্ট্রিয়ান চিত্রকর গুস্তাভ ক্লিমটের শেষ চিত্রকর্ম ‘ডেম মিট ফেচার’ (লেডি উইদ আ ফ্যান) ২৭ জুন লন্ডনের সোথেবিসে নিলামে তোলা হবে। আশা করা হচ্ছে এটি ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হবে। নিলামে ছবিটির দাম ৬৫.৫ মিলিয়ন পাউন্ড বা ৮৩.৪ মিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে।

সিমবলিস্ট চিত্রকর গুস্তাভ ক্লিমট ‘দ্য কিস’ ও ‘অ্যাডেলে ব্লোচ বাউয়ের-ওয়ান’ এর জন্য বিখ্যাত।

তারচিত্রকর্মগুলোর চেয়ে ‘লেডি উইদ আ ফ্যান’ তুলনামূলক কম জনপ্রিয় হলেও এটি ক্লিমটেরশেষ চিত্রকর্ম।

ক্লিমট ১৯১৮ সালে স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে ছবি আঁকার শক্তি হারিয়ে ফেলেন। তার মাসখানেক পর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তখন চিত্রকর্মটি তার ইজলে ছিল।

‘লেডি উইদ আফ্যান’ একজন তরুণীকে তুলে ধরে, যিনি দাঁড়িয়ে চিন্তামগ্ন হয়ে দূরে বাঁমদিকে তাকিয়ে আছেন। তার পরিচয় অজানা। তার হাতের আঙুলে ভাঁজ করা যায় এমন একটিপাখা রয়েছে। তার বাহুতে থাকা কারুকার্যখচিত জামার হাতা নেমে আছে।

চিত্রকর্মটি এর আগে ১৯৯৪ সালে ১১.৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। প্রায় ৩০ বছর পর সাত গুণ বেশি দামে এটিবিক্রির আশা করা হচ্ছে।এর আগে ২০১০ সালে ৬৫ মিলিয়ন পাউন্ডে বিক্রি হওয়া আলবার্তো গিয়াকোমেত্তির ‘ওয়াকিং ম্যান’ এর দামকে ছাড়িয়ে যেতে পারে ‘লেডি উইদ আফ্যান’।


0 মন্তব্য

মন্তব্য করুন