ইটালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি ক্যানসার আক্রান্ত

টিবিএন ডেস্ক

এপ্রিল ৬ ২০২৩, ১৭:৪৯

ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। ফাইল ছবি

ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। ফাইল ছবি

  • 0

ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছেন। দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র করিয়েরে ডেলা সেরায় প্রকাশিত একটি প্রতিবেদনে এ দাবি করা হয়।

বারলুসকোনি মুখপাত্র পাওলো রুশো বিষয়টি সরাসরি স্বীকার না করলেও সংবাদমাধ্যমকে জানান, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত তথ্য প্রকাশের এখতিয়ার তার নেই। তবে করিয়ের ডেলা সেরা ইটালির সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদপত্রগুলোর একটি। 

বারলুসকোনির পার্টি ফোরজা ইটালিয়ার আরেক মুখপাত্রও প্রতিবেদনটি অস্বীকার করেননি।

৮৬ বছর বয়সী বারলুসকোনি বুধবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর আগে গত সপ্তাহেও একবার তাকে হাসপাতালে নেয়া হয়। সে সময় একে ‘রুটিন চেকআপ’ বলে দাবি করেছিলেন তার মুখপাত্র। 

ফোরজা ইটালিয়া পার্টির প্রেস অফিসের তথ্য অনুসারে, লং কোভিডের চিকিৎসার জন্য ২০২১ সালে বারলুসকোনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ২০১৬ সালে তার হার্ট সার্জারি করা হয়। 

বিতর্কিত এই মিডিয়া টাইকুন ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে তিনটি মেয়াদে ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপর কর জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ছয় বছরের জন্য তিনি রাজনীতি থেকে নিষিদ্ধ হন।