জেমস ওয়েবে শনিগ্রহের প্রথম ছবি

টিবিএন ডেস্ক

জুন ২৭ ২০২৩, ২৩:৪০

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা শনিগ্রহের ছবি। ছবি: নাসা

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা শনিগ্রহের ছবি। ছবি: নাসা

  • 0

এই প্রথম শনিগ্রহের ছবি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সোমবার নিজেদের সাইটে সেই ছবি প্রকাশ করে নাসা।

মহাকাশের কালো পটভূমিতে শনিগ্রহের জ্বলজ্বলে রিংয়ের ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ। নাসা জানিয়েছে গত শনি ও রোববার প্রায় আড়াই ঘণ্টা যাবৎ টেলিস্কোপটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের ছবি তোলে।

টেলিস্কোপের নিয়ার ইনফ্রারেড স্পেকটোগ্রাফ (এনআইআর স্পেক) ক্যামেরা ব্যবহার করে তোলা হয়েছে একাধিক ছবি। ফলে, আগের চেয়ে একেবারে ভিন্নভাবে দেখা গেছে গ্রহের বিখ্যাত রিংগুলো।

নাসার গবেষণায় উঠে এসেছে যে, ক্রমশ নিজের রিংগুলো হারাচ্ছে শনিগ্রহ। বরফের তৈরি রিংগুলো সময়ের সঙ্গে সঙ্গে গ্রহটির অভিকর্ষ বলের কারণে এর ওপরই ধসে পড়ছে।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির বিজ্ঞানী জেমস ও'ডোনাহিউ জানিয়েছেন, ঠিক কতদ্রুত শনির রিংগুলো ঝরে পড়ছে সেটা জানার চেষ্টা করছেন তারা।


0 মন্তব্য

মন্তব্য করুন