হিউস্টন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, অফিসাররা গত শনিবার রাতে পালমাইরা স্ট্রিটের ১০০ ব্লকের একটি বাড়ি থেকে ফোন কল পান। এতে অভিযোগ করা হয়, একজন ব্যক্তি ছুরি হাতে প্রতিবেশীর বাসায় প্রবেশ করেছেন। ওই ব্যক্তির দাবি ছিল, প্রতিবেশীরা উচ্চৈঃস্বরে গান বাজাচ্ছেন।
এক্সিকিউটিভ এসিস্যান্ট বেন টিয়েন শনিবার রাতে সংবাদ সম্মেলনে বলেন,’আমি শুনেছি ওই ব্যক্তি চিৎকার করতে করতে পার্টিতে এসেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, বাসাটিতে অনেক জোরে গান বাজানোয় তার অসুবিধা হচ্ছে। তার হাতে একটি ছুরিও ছিল।‘
টিয়ান জানান, অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেও সন্দেহভাজন ব্যক্তির হাতে ছু্রিটি দেখতে পান।
হিউস্টন পুলিশ বলেছে, সন্দেহভাজন এই ব্যক্তিকে বারবার বলার পরেও তিনি হাত থেকে ছুরি ফেলে দিতে রাজি হননি। এক পর্যায়ে তিনি পুলিশ অফিসারের গাড়ির দিকে তেড়ে আসেন। এ সময় পুলিশ গুলি চালায়।
হিউস্টন পিডি জানান, গুলি চালানোর পরপরই ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, তবে তাকে বাচাঁনো যায়নি।
এবিসি নিউয জানায়, একটি গ্র্যাজুয়েশন পার্টির বাইরে গুলি চালানোর ঘটনাটি ঘটে। তবে সন্দেহভাজন ওই ব্যক্তি এবং গুলি চালানো পুলিশ অফিসারের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনার তদন্ত চলছে।