ভারতে ফক্সকনের ২০ বিলিয়ন ডলারের কারখানা পরিকল্পনা বাতিল

টিবিএন ডেস্ক

জুলাই ১১ ২০২৩, ২১:২৩

ভেদান্তের সঙ্গে চিপ তৈরির কারখানা নির্মাণের চুক্তি বাতিল করেছে ফক্সকন। ছবি: সংগৃহীত

ভেদান্তের সঙ্গে চিপ তৈরির কারখানা নির্মাণের চুক্তি বাতিল করেছে ফক্সকন। ছবি: সংগৃহীত

  • 0

অ্যাপলের চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন কারখানা নির্মাণে ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে। ভারতীয় মাইনিং জায়েন্ট ভেদান্তের সঙ্গে মঙ্গলবার ১৯.৫ বিলিয়ন চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় ফক্সকন।

ফক্সকন গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোম স্টেইট গুজরাটে চিপ তৈরির কারখানা নির্মাণের ঘোষণা দেয়। তবে এক বছরেরও কম সময়ের ভেতর পরিকল্পনা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

প্রযুক্তি বিশ্লেষকদের দাবি, ফক্সকনের পিছিয়ে যাওয়া ভারতের প্রযুক্তি শিল্পের জন্য এক বড় ধাক্কা।

অবশ্য মোদি সরকারের ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজিভ চন্দ্রশেখর বলেছেন, ‘ফক্সকনের এমন সিদ্ধান্ত ভারতের চিপ তৈরির উচ্চাকাঙ্ক্ষার উপর কোনো প্রভাব ফেলবে না। আমরা এককভাবে এ খাতে এগিয়ে যাব।’

ফক্সকনের তাইওয়ানের সদর দফতরের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘উভয় পক্ষের সম্মতিতেই চুক্তিটি বাতিল করা হয়েছে। প্রকল্পটি প্রয়োজনীয় গতিতে এগোচ্ছিল না।’

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনায় চ্যালেঞ্জিং দুর্বলতা ছিল। আমরা সেগুলো কাটিয়ে উঠতে পারিনি। এর সঙ্গে যোগ হয়েছিল প্রকল্পের সঙ্গে সম্পর্কিত অন্য বাহ্যিক সমস্যাও।’

ফক্সকন মঙ্গলবার বিবিসিকে জানিয়েছে, ভারতীয় কোম্পানি ভেদান্তের সঙ্গে ‘পারস্পরিক চুক্তিতে’ প্রকল্পটির পূর্ণ মালিকানা নিয়েছে তারা। তবে ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উচ্চাকাঙ্ক্ষাকে তারা দৃঢ়ভাবে সমর্থন করে যাবে।

ভারতের নয়াদিল্লিভিত্তিক প্রতিষ্ঠান ভেদান্ত বলেছে, ‘ভারতের প্রথম ফাউন্ড্রি (চিপ) নির্মাণের জন্য অন্য অংশীদারদের একীভূত করছে ভেদান্ত।’

গ্লোবাল অ্যাডভাইজারি ফার্ম অ্যালব্রাইট স্টোনব্রিজ গ্রুপের পল ট্রিওলো বিবিসিকে বলেছেন, ‘ফক্সকনের এমন অপ্রত্যাশিত প্রত্যাহার ভারতের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা।

তিনি বলেন, ‘পুল-আউটের আপাত কারণ একটি স্পষ্ট প্রযুক্তিগত অংশীদার এবং যৌথ উদ্যোগে সুস্পষ্ট পরিকল্পনার অভাব। তাদের কোনো পক্ষেরই বড় পর্যায়ে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং অপারেশন বিকাশ ও পরিচালনার অভিজ্ঞতা নেই।’


0 মন্তব্য

মন্তব্য করুন