কোর্টের বিচারকদের বেঞ্চে বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠের ভোটে কলেজে ভর্তির ক্ষেত্রে এই পলিসির বাতিলের সিদ্ধান্ত হয়।
এই পলিসির কারণে দীর্ঘদিন ধরে কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনো শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুবিধা পেয়েছে। সেই সুবিধা অবসানের ক্ষেত্রে রায়টি ঐতিহাসিক নির্দেশনা বলে বিবেচনা করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট তার অভিমতে বলেছে, বিদ্যমান ব্যবস্থার কারণে কলেজে ভর্তির ক্ষেত্রে কিছু শিক্ষার্থী বৈষম্যের শিকার হচ্ছে।
সম্প্রতি হাভার্ড কলেজ ও ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনায় ভর্তির ক্ষেত্রে এই নীতি অবলম্বন করায় একটি রক্ষণশীল গ্রুপ শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাফার্মেটিভ অ্যাকশন পলিসির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে।
এর পরিপ্রেক্ষিতে বিচারকদের বেঞ্চে ভোট হয়।
চিফ জাস্টিস রবার্টস ভোট শেষে রায়ে জানান, হার্ভার্ড ও ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনায় ভর্তির ক্ষেত্রে সংবিধানের সমতার নীতি লঙ্ঘিত হয়েছে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল শিক্ষার্থীদের স্রোতে যুক্ত করতে ১৯৬০ সাল সিভিল রাইটস অ্যাক্টে অন্তর্ভূক্ত করা হয় জাতিভিত্তিক অ্যাফার্মেটিভ অ্যাকশন পলিসি। এর মাধ্যমে কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ পায় কৃষ্ণাঙ্গ ও হিসপ্যানিক শিক্ষার্থীরা।