ক্যারিয়ারের শুরুর দিকে সেলফি তোলার সময় ভক্তদের অনুরোধে বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছিলেন পাসকাল।
‘দ্য লাস্ট অফ আস’ ও ‘স্টার ওয়ার্স’ স্পিন-অফ ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এ অভিনয়ের জন্য পরিচিত হওয়ার আগে, পেড্রো গেম অফ থ্রোনসে ওবেরিন মার্টেল চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি পান।
সিরিজে এক পর্বে ওবেরিন মার্টেলের চোখ তুলে নেয়া হয়। হলিউড রিপোর্টারের ড্রামা অ্যাক্টরস রাউন্ডটেবিল অনুষ্ঠানে পাসকাল জানান ভক্তরা ছবি তুলতে এসে ওই দৃশ্যের অনুকরণ করতে চাইতেন ও তার চোখে আঙুল দিয়ে সেলফি তুলতে চাইতেন।
পাসকাল হেসে বলেন, ‘এ কারণে আমার চোখে সংক্রমণও দেখা দিয়েছিল।’
এরপর থেকে ওই পোজে আর ভক্তদের সঙ্গে আর ছবি তোলেন না তিনি। তবে বিড়ম্বনা তাতেও থেমে নেই।
দ্য ম্যান্ডালোরিয়ান হিট হওয়ার পর এখন ভক্তরা পাসকালের কাছে আসছেন নতুন আবদার নিয়ে। এখন তারা পাসকালের কাছে ম্যান্ডালোরিয়ানের কণ্ঠ নকল করার আবদার করে।