এফএনএস: ক্ষুধামুক্ত অ্যামেরিকার জন্য লড়াই

টিবিএন ডেস্ক

এপ্রিল ৯ ২০২৩, ১৭:৫৯

এফএনএস: ক্ষুধামুক্ত অ্যামেরিকার জন্য লড়াই
  • 0

ইউনাইটেড স্টেইটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের (ইউএসএডি) একটি সংস্থার নাম দ্য ফুড অ্যান্ড নিউট্রিশন সার্ভিস (এফএনএস)। সংস্থাটি দেশের ডমেস্টিক নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম পারিচালনা করে। সেবাটি অ্যামেরিকায় ক্ষুধা সমস্যা সমাধানে পরিচালিত হচ্ছে।

এফএনএস-এর সদর দপ্তর ভার্জিনিয়ার অ্যালেক্সান্দ্রিয়ায়। স্যান ফ্রান্সিসকো, ডেনভার, ডালাস, শিকাগো, আটলান্টা, বোস্টন এবং রবিন্সভিলের রিজিওনাল অফিসসহ অ্যামেরিকাজুড়ে সংস্থাটির অসংখ্য ফিল্ড অফিস রয়েছে। ইউএসএডির মধ্যে এফএনএস-এর কর্মী সংখ্যা সবচেয়ে কম হলেও এর বাজেট এখন পর্যন্ত সবচেয়ে বেশি। 

ডাব্লিউআইসি প্রোগ্রাম, খাদ্য নিরাপত্তাসহ অন্য সেবামূলক কাজের জন্য ইউএসএডি ২০১৯ সালে ২৭ বিলিয়ন ডলার বরাদ্দ পায়। অনুমানিক ৪০.৮ মিলিয়ন এসএনএপি সেবাগ্রহিতার পাশাপাশি, স্কুলের ৩০ মিলিয়ন শিশুর লাঞ্চ, ১৫ মিলিয়ন শিশুর স্কুল-ব্রেকফাস্টের পেছনে এ অর্থ ব্যয় হয়েছে। এছাড়া ডাব্লিউআইসি সেবাগ্রহিতার সংখ্যা ৬.৬ মিলিয়ন এবং ৬৯০,০০০ বয়স্ক ব্যক্তি কমোডিটি সাপ্লিমেন্টাল ফুড প্রোগ্রামের আওতায় এসেছে। 

এগুলোসহ এফএনএস বর্তমানে মোট ২০টি প্রোগ্রাম পরিচালনা করছে। প্রোগ্রামগুলো হলো-

  • চাইল্ড অ্যান্ড অ্যাডাল্ট কেয়ার ফুড প্রোগ্রাম
  • সেন্টার ফর নিউট্রিশন পলিসি অ্যান্ড প্রমোশন
  • কমোডিটি সাপ্লিমেন্টাল ফুড প্রোগ্রাম 
  • ফারমারস মার্কেট নিউট্রিশন প্রোগ্রাম
  • ফার্ম টু স্কুল
  • এফএনএস ডিজাস্টার অ্যাসিসট্যান্স 
  • ফুড ডিসট্রিবিউশন প্রোগ্রাম অন ইনডিয়ান রিজার্ভেশনস 
  • ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রোগ্রাম
  • ফুড সেফটি
  • এনএপি ব্লক গ্র্যান্টস 
  • ন্যাশনাল স্কুল লাঞ্চ প্রোগ্রাম
  • স্কুল ব্রেকফাস্ট প্রোগ্রাম
  • সিনিয়রস ফারমারস’ মার্কেট নিউট্রিশন প্রোগ্রাম 
  • এসএনএপি 
  • স্পেশাল মিল্ক প্রোগ্রাম
  • সামার ফুড সার্ভিস প্রোগ্রাম 
  • টিম নিউট্রিশন
  • টিএএফএপি 
  • ইউএসডিএ ফুডস ইন স্কুল
  • ডাব্লিউআইসি

0 মন্তব্য

মন্তব্য করুন