রাশিয়ার সীমান্ত অঞ্চলে বোমায় নিহত ২

টিবিএন ডেস্ক

জুন ২ ২০২৩, ২৩:০২

বেলগোরোডে ইউক্রেইন সেনাদের শেলিংয়ের ঘটনা অস্বীকার করেছে কিয়েভ। ছবি: সংগৃহীত

বেলগোরোডে ইউক্রেইন সেনাদের শেলিংয়ের ঘটনা অস্বীকার করেছে কিয়েভ। ছবি: সংগৃহীত

  • 0

ইউক্রেইন সীমান্তে রাশিয়ার বেলগোরোডে বোমা হামলায় দুজন নারী নিহত হয়েছেন। ইউক্রেইনের সেনাদের বোমা হামলায় এ এই ঘটনা ঘটেছে বলে দাবি রাশিয়ার গভর্নরের ।

বেলগোরোডের গভর্নর ভাচেস্লাভ গ্লাডকভ জানান, মাসলোভা প্রিস্টান গ্রামের পাশে গাড়িতে যাওয়ার সময় বোমা হামলা হয়। এতে শার্পনেলের আঘাতে দুই জন নিহত হন।

গভর্নর গ্লাডকভ বলেন, অন্য একটি গাড়িতে ভ্রমণকারী দুই ব্যক্তি শেলিংয়ে গুরুতর আহত হন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে ৯ জন আহত হয়েছেন।

পাশাপাশি ব্রিয়ান্সক ও কুর্স্ক শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের বেলা বোমাবর্ষণ ও ড্রোন হামলায় অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে, সীমান্তে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেইন। তাদের দাবি রাশিয়ার সরকারবিরোধী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে।

রাশিয়ার সরকার বিরোধী প্যারামিলিটারি গোষ্ঠী লিবার্টি অফ রাশিয়া লিজিয়ন (এফআরএল) এ হামলার দায় স্বীকার করেনি। তারা জানিয়েছে ওই সময় তারা নিকটবর্তী নোভায়া তাভোলজানকায় সামরিক অভিযানে ছিলো।

এফআরএল এক ফেসবুক পোস্টে জানিয়েছে যে, শুক্রবার রুশ সেনারা ওই গাড়িটিকে এফআরএল এর গাড়ি ভেবে  ভুলে আক্রমণ করে । এতে দুই বেসামরিক নাগরিক নিহত হন।


0 মন্তব্য

মন্তব্য করুন