জুলাই ১৪ ২০২৩, ২০:১৬
মিযৌরিতে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
পুলিশ জানিয়েছে, মিযৌরির ২২ বছর বয়সী হেডেন রিচহার্ট ও ১৯ বছর বয়সী ইভান ভ্যানডিভার দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ওসেজ বিচের গ্র্যান্ড গ্লাইজ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়।
এক মোটরচালক দুর্ঘটনাটি ঘটতে দেখে নাইন ওয়ান ওয়ানে কল দিলে অনুসন্ধানকারীরা গিয়ে একটি গাছের কাছে ধ্বংসাবশেষ খুঁজে পান।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।