ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে শাহিদি বলেন, ‘এশিয়া কাপ বড় ইভেন্ট, আমরা যদি এই প্রতিযোগিতায় ভালো করি তাহলে বিশ্বকে বার্তা দিতে পারবো যে আমরা বিশ্বকাপের জন্য আসছি। এশিয়া কাপে ভালো করতে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসটা বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশ সিরিজের দিকে তাকিয়ে আছি। কারণ বিশ্বকাপের আগে এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’
আইসিসি সুপার লিগে দুর্দান্ত পারফরমেন্স করে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে পেছনে ফেলে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পায় আফগানিস্তান। ১৫ ম্যাচে ১১ জয়, ৩ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কারনে ১১৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থান নিয়ে বিশ্বকাপ খেলছে আফগানরা।
এ মাসে বাংলাদেশ বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান ক্রিকেট টিম।
শাহিদি বলেন, ‘তিন বা চার বছর আগে আমরা স্পিন বান্ধব উইকেট তৈরি করতাম যা খুব ধীরগতির হতো। এতে ২৪০-২৫০ রানই যথেষ্ট ছিল। কিন্তু সর্বশেষ দুই বছরে আমরা একটি সিরিজ আয়োজন করেছি এবং বাকিগুলো শ্রীলংকা-জিম্বাবুয়েতে খেলেছি। এখন বাংলাদেশে খেলবো… ওয়ানডে ক্রিকেটে এখন নিয়মিত ৩০০ থেকে ৩২০ রান হচ্ছে। আমরা উইকেট অনুযায়ী নিজেদের মতো খেলবো। ৩০০ রানের উইকেট হলে আমাদের যেভাবে খেলতে হবে; ২০০ রানের উইকেট হলেও সেভাবেই খেলতে হবে।’