দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কির পাল্টা আক্রমণ শুরুর ঘোষণার পর এই প্রথম সাফল্যের দাবি করল সেদেশের সামরিক বাহিনী।
কর্মকর্তারা সোমবার জানান, দোনেৎস্ক অঞ্চলের স্টোরোজভের বসতি রাশিয়ার কাছ থেকে দখলমুক্ত করা হয়েছে। আর সপ্তাহজুড়ে সোশ্যাল মিডিয়ায় ইউক্রেইনপন্থী অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা তথ্য ও ফুটেজে দেখা গেছে, পাশের ব্লাহোদাত্মে, নেসকুচনে ও মাকারিভকার বসতিও দখলমুক্ত করা হয়েছে।
অবশ্য এ দাবি নাকচ করে মস্কো জানিয়েছে, এসব এলাকায় ইউক্রেইনের সব হামলা নস্যাৎ করা হয়েছে।
তবে রাশিয়ান মিলিটারি ব্লগার আলেকজান্ডার কো টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, দোনেৎস্কের মকরি ইয়ালি নদীর ধার ঘেঁষে এগিয়ে যাচ্ছে ইউক্রেইন সেনারা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্ক ও জাপরিঝিয়া অঞ্চলের সীমানা ঘেঁষে ইউক্রেইন ও রাশিয়ান সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে।
জাপরিঝিয়া অবস্থানরত রাশিয়ান কর্মকর্তা ভ্লাদিমির রোগোভ জানান, সেখানকার ভরেমিভকা লেডজ এলাকায় ইউক্রেইনিয়ান সেনাদের ওপর পাল্টা হামলা চালানো হয়েছে।