নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট, ইমার্যেন্সি মেডিক্যাল সার্ভিসেস এবং পোর্ট অথরিটি ইমার্যেন্সি সার্ভিসেস ইউনিট সোমবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জেএফকে বিমানবন্দর উন্নয়ন কাজের অংশ হিসেবে কিছু ইউটিলিটি লাইন অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছিল। দুই শ্রমিক সেখানেই কাজ করছিলেন। মরদেহ উদ্ধারের পর বিমানবন্দরে সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।
নিহত শ্রমিকদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
এক নোটিশে জেএফকে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ৫ ও ৭ নম্বর টার্মিনালের রাস্তা ব্যবহারে দেরি হতে পারে বলে যাত্রীদের সতর্ক করে। তবে বিকেলে নোটিশটি প্রত্যাহার করা হয়।
কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় বিমানবন্দরে প্লেন ওঠা-নামায় কোনো প্রভাব পড়েনি।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।